ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ২৫ জুয়ারি গ্রেফতার হয়েছে। শনিবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুুলিশ।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশনায় জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে শনিবার রাতে এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুরের গাগলা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, ফেরদৌস মিয়া, জামাল মিয়া, মোঃ মাহাবুব, মোঃ শহিদ, বাচ্চু মিয়া, আতাউর রহমান, মানিক চন্দ্র দাস, করিম মিয়া, মোঃ অলিউল্লাহ, মোঃ নুরুল, কেনু মিয়া, মোঃ মোস্তফা, মোঃ শারজুল ও কাঞ্চন মিয়া। অপর অভিযানে এসআই শহিদুল ইসলাম চরঈশ্বরদিয়া থেকে আরো ৮ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, স্বপন মিয়া, হারুন, মোঃ মাসুদ, মোঃ সোলেমান, রফিকুল ইসলাম, মিজানুর রহমান ও আলমগীর হোসেন। এছাড়া এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালের মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরো তিন জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, আঃ কাদের জিলানী, ইলিয়াছ আহম্মেদ ও আমির হামজা ওরফে আমিরুল। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল