১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে এমএএফ -এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।।
৬, ডিসেম্বর, ২০২১, ৬:৫৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম, ময়মনসিংহ -এর সহায়তায় আজ ০৬-১২-২০২১ সোমবার সকাল ১১ ঘটিকায় জেলা পরিষদ ভিআইপি মিলনায়তনে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে এক প্রাণবন্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ডিআই ময়মনসিংহ রিজিউন আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নীতিনির্ধারণী বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য ও এমএএফ -ময়মনসিংহ এর উপদেষ্টা মনিরা সুলাতানা মনি।
ডিআই আয়োজিত অদ্যকার গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ মনোনীত পলিটিকাল ফেলো, মাস্টার ট্রেইনার ও মাল্টি- পার্টি এডভোকেসি ফোরাম,ময়মনসিংহ -এর সভাপতি সুমন চন্দ্র ঘোষ।
ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমএএফ এর সদস্য অধ্যাপক দিলরুবা সারমীন এর সঞ্চালনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও এমএএফ সদস্য ফরিদা ইয়াসমিন পারভীন।
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাতীদলের কেন্দ্রীয় সদস্য ও মাল্টি- পার্টি এডভোকেসি ফোরাম-এর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ।
গোলটেবিল বৈঠকের শুরুতেই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সময়োপযোগী এই বৈঠকের প্রয়োজনীয়তা ব্যাখ্যাপূর্বক শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তার।

গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এ কে এম মাহবুবুল আলম, জেলা জাতীয় পার্টির ক্রীড়া,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শহীদ আমিনী রুমী,কোতোয়ালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সদস্য এড.ফারামার্জ আল-নূর রাজীব প্রমুখ।সিভিল সোসাইটির পক্ষ থেকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আজাদ।

ডিআই আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি ও সিভিল সোসাইটি’র প্রতিনিধিবৃন্দ সহ এমএএফ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম-এর সহ-সভাপতি রফিকুল ইসলাম রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক এড.জাহিদ হোসেন উৎপল, মাহমুদা হোসেন মলি, শরীফ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক এড.মাহবুব আলম মামুন,এনামুল হক শাহীন, দপ্তর সম্পাদক ফারিয়া তাসনিম তিথি, এমএএফ সদস্য নূরজাহান মিতু, আতিয়া ফাইরুজ মলি, মাহজাবীন জেবীন, জেলা জাতীয় পার্টির সদস্য জুলেখা খাতুন জুলি,বিএনপির পলিটিকাল ফেলো কামরুল ইসলাম, কামরুন নাহার কলি সহ এমএএফ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ নারীর জয়ে সবার জয় নেটওয়ার্ক এর নেতৃবৃন্দ নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ উত্থাপন করেন। গোলটেবিল বৈঠকের সমাপান্তে ডিআই ময়মনসিংহ রিজিউন এর পক্ষ থেকে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক।
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকের প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি অত্যন্ত সময়োপযোগী পোগ্রাম আয়োজন করার জন্য ডিআই ও এমএএফকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, নারীর প্রতি সহিংসতাকারীদেরকে কঠোরহস্তে এখনই প্রতিরোধ করতে হবে,কোন রাজনৈতিক দলই এদেরকে পৃষ্ঠপোষকতা করবেননা,এরা সমাজের দুষ্টচক্র। নারী নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন, বাল্যবিবাহ,সাইবার ক্রাইম ও ইভটিজিং তথা নারীর প্রতি সবরকমের সহিংসতা বন্ধে দেশের বৃহত্তর স্বার্থে মত-পথ ভুলে সকল রাজনৈতিক দলকে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের সুরক্ষায় ঐক্যমত পোষণ করে একই প্লাটফর্মে কাজ করতে হবে। তিনি আরো বলেন, মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম, ময়মনসিংহ, আনুষ্ঠানিকভাবে লিখিত প্রস্তাব প্রদান করলে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের নাম – নারী বিষয়ক মন্ত্রণালয়ে পরিবর্তনের প্রস্তাব সহ নারীদের কল্যাণে সকল সুপারিশ ও প্রস্তাবনা মহান জাতীয় সংসদের আগামী শীতকালীন অধিবেশনেই আমি উপস্থাপন করব।
গোলটেবিল বৈঠকে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ ও এমএএফ নেতৃবৃন্দ প্রায় অভিন্ন সুরে নারী নির্যাতন প্রতিরোধে রাজনৈতিক নেতৃবৃন্দকে আরো উদ্যোগী ভূমিকা পালন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন এবং আগামী দিনগুলোতে ডিআই-এমএএফ এর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল -এর সহায়তায় মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম,ময়মনসিংহ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইতিপূর্বে স্টেকহোল্ডারদেরকে সংযুক্ত করে ময়মনসিংহ অঞ্চলে বাল্যবিবাহ নির্মূলে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেন যা জাতীয়তাবাদ প্রশংসিত হয়।