ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ নগরীর ব্যাস্ততম চরপাড়ায় ফুটপাত, হকার মুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে অভিযান চালিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের নেতৃত্বে এ অভিযান হয়।
ফুটপাতে থাকা বিভিন্ন পন্যের হকার ও অবৈধভাবে পার্কিং সরিয়ে দেওয়া হয়। দোকানদের সতর্ক করা হয়। দোকানের সামনে কোন গাড়ি পার্কিং করার সুযেগ না দিতে সাইনবোর্ড দিয়েছে পুলিশ।
এদিকে ময়মনসিংহ মহানগরীর ব্যস্ততম এলাকার ফুটপাত মুক্ত করার লক্ষে নগরীর গাঙ্গিনারপাড়, স্টেশন রোড, মেডিক্যাল কলেজের সামনের চরপাড়া, স্বদেশী বাজার, নতুন বাজার এলাকায় পুলিশের অভিযান চালানো হয় প্রতিদিন ফুটপাত মুক্ত করার লক্ষে। পুলিশও নিয়মিত অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়।
এর আগে গত ১৯ আগষ্ট ওসি শাহ কামাল আকন্দ কোতোয়ালি মডেল থানায় যোগদান করেন। এরপর থেকেই পাল্টে যায় নগরীর ব্যস্ততম এলাকার ফুটপাতের চিত্র। এদিকে সুযোগ পেলেই হকাররা ফুটপাতে মালামাল নিয়ে বসার চেষ্টা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবারও মালামাল গুটিয়ে চলে যায়।
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান,মানবিক পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ফুটপাত মুক্তকরণে অভিযান অব্যাহত থাকবে । ফুটপাতে হকার মালামাল নিয়ে বসার কারণে জনসাধারণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছিল না। বিষয়টি নজরে আসার পর থেকে আমি অভিযান চালাচ্ছি । পুলিশ সদস্যদের দেখলেই হকাররা পালিয়ে যায় এবং পুলিশ চলে যাওয়ার পরে মালামাল নিয়ে আবারও তারা বসার চেষ্টা করে। হকারমুক্ত করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল