তথ্য প্রতিদিন. কমঃ
আজ বেলা সাড়ে ১১ টায় শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
সভপতির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকটি শিশুই গুরুত্বপূর্ণ। সুস্থ জাতি গঠন করতে হলে একটি শিশুও যেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না যায় তা নিশ্চিত করতে হবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ইতোপূর্বে সফলতার সাথে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে। এ সফলতা ধরে রাখতে তিনি টিকাদান কর্মী, সুপারভাইজার, সংশ্লিষ্ট বিভিন্ন এনজিও সহ সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। তিনি জানান এ কার্যক্রমের আওতায় আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩০০ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৮৫০ জন শিশুকে ১ টি করে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ অনুষ্ঠান সচিব রাজীব কুমার সরকার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।