চীফ রিপোর্টারঃ
বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ উপলক্ষ্যে আজ ৮ ডিসেম্বর বুধবার ব্রিফিং প্রদান অনুষ্ঠান সকাল ০৮:৩০ টায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ,বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়। এ সময় তিনি উক্ত নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার সকল বিষয়ে সুষ্পষ্ট বিশ্লেষণ এবং ধারণা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা, সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার(ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ অফিস, জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী, পুলিশ সুপার, শেরপুর মহোদয় সহ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হতে আগত এবং রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।