১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৬ জন।
৯, ডিসেম্বর, ২০২১, ৯:৩৭ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কমঃ

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৬ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ)উজ্জল সাহা, এএসআই(নিঃ)শামীম আল মামুন এবং এএসআই(নিঃ) হযরত আলী’দের নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থান হইতে জিআর পরোয়ানা মূলে আসামী ১। মুক্তার হোসেন ওরফে মুক্তা (৩০), পিতামৃতঃ আমির আলী, সাং-সানকিপাড়া শেষ মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং ২। মোঃ রনি ওরফে কাইল্যা রনি, পিতামৃতঃ খোকন মিয়া, সাং-পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছনে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী থানাধীন বাঘমারা পুরাতন মেডিকেল গেইট রোডস্থ নূর হোসেনের চায়ের দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ১০গ্রাম হ্রেরোইন সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রনি ওরফে কাইল্যা রনি, পিতামৃতঃ খোকন মিয়া, সাং-পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছনে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) অমিত হাসান এর নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী থানাধীন কাচিজুলি ইটা খোলা রোড সাকিনস্থ জনৈক মোঃ ওয়াহিদুল ইসলাম @ টুনো অটো রিক্সার গ্যারেজ এর সামনে পাকা রাস্তা হইতে ০২ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা মৃত-ছফির উদ্দিন, সাং-কাচিজুলি ইটাখোলা রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) তানজিল আল আসাদ এর নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী থানাধীন চর পুলিয়ামারী সাকিনস্থ কিশোরগঞ্জ রোড পল্লী বিদ্যুৎ সংলগ্ন মরহুম মনির উদ্দিন মেম্বার এর মৎস মার্কেটের সামনে হইতে ০১টি পুরাতন ০৩ (তিন) চাঁকা চালিত অটোরিক্সা যাহার রং নীল ও কালো যাহার পিছনে লেখা পৌর এলাকার ব্যাটারী চালিত রিক্সা লাইসেন্স নং-২০২১-২০২২ এবং পৌরসভা নেত্রকোনা লাইসেন্স নং-নেত্র-০১১০, মেয়াদ ৩০শে জুন, ২০২২, আল মদিনা ০১৯১৫-২১০৭২২ এবং অটোরিক্সার সহিত পুরাতন ০৪(চার)টি ব্যাটারী সংযুক্ত যাহার মূল্য অনুমান ৫৫,০০০(পঞ্চান্ন হাজার) টাকা সহ ০১জন চোর ১। মোঃ রফিকুল ইসলাম (২৬), পিতা-মোঃ সবুজ মিয়া, মাতা-রাহিমা আক্তার, সাং-মধুপুর হেলচিয়া, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে ০২টি ওয়ারেন্ট ও ০১টি মাদক মামলা (জিআর+২ এবং মাদক) ।গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।