তথ্য প্রতিদিন. কমঃ
ঐতিহাসিক ১০ ডিসেম্বর আজ ময়মনসিংহ মুক্ত দিবস।দিবসটি আনন্দ মূখর পরিবেশের মধ্যদিয়ে পালিত হয়েছে।
ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগ জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় মিছিল ৭ দিন ব্যাপী অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এবং মুক্তিযোদ্ধা সংসদ পতাকা উত্তোলন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব,ময়মনসিংহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকার।
উদ্বোধনী ও বর্নাঢ্য বিজয় মিছিল মহানগর প্রদক্ষিণ করে ছোট বাজার মুক্ত মঞ্চে এসে শেষ হয়।