১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবির অভিযানে গাঁজাসহ ৪ গ্রেফতার ॥ পিকআপ জব্দ
১২, ডিসেম্বর, ২০২১, ৮:৫২ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত পিক-আপ গাড়ী জব্দ করা হয়। রবিবার সকালে নান্দাইল উপজেলার দক্ষিণ চন্ডিপাশা ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে পাঁকা রাস্তা থেকে তাদে কে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ মাদক বিরোধী নিয়মিত অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইলের দক্ষিণ চন্ডিপাশায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে পাকা রাস্তা থেকে ৯ কেজি গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি পিক-আপ গাড়ীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ মনির হোসেন, পিন্টু খান, মোঃ কালু মিয়া, মোঃ আশরাফুল ইসলাম (ড্রাইভার)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এবং গাঁজা ও পিকআপ উদ্ধারের বিষয়ে নান্দাইল মডেল থানায় মামলা হয়েছে। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।