১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে পুর্বশক্রতার জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যা গ্রেফতার ৪
১৩, ডিসেম্বর, ২০২১, ১০:১০ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহের সদর উপজেলার চরাঞ্চলের চরসিরতা নয়াপাড়া গ্রামে দুই পক্ষের দ্বন্দ্বে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুই সহোদর ভাইকে পিটিয়ে হত্যা করেছে। শুক্রবার দুপুরে এই হত্যাকান্ড ঘটে।
কোতোয়ালী মডেল খানার ওসি শাহ কামাল আকন্দ জানান ১০ ডিসেম্বর শুক্রবার দুপুরে সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন গ্রেফতার হয়েছে।

পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার এ নিয়ে শালিশের মাধ্যমে আপোষ নিস্পত্তির কথা ছিল। এর আগেই শুক্রবার দুপুরে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলামকে প্রতিপক্ষের লোকজন লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে। তাদেরকে স্হানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রফিকুল ইসলাম মারা যায়। গুরুতর আহত শফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সন্ধায় ঢাকায় নেয়ার পথে মারা যায় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় কোতোয়ালি পুলিশ অপরাধীদের সনাক্তকরণ এবং তাদেরকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করছে বলে ওসি শাহ কামাল আকন্দ জানান।