স্টাফ রিপোর্টারঃ
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক স্বপ্না খন্দকারের উদ্যোগে ময়মনসিংহ মহানগরীর চড়পাড়া এলাকায় ১৭-১২-২০২১ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ২ শতাধিক অসহায়- হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি স্বপ্না খন্দকার কম্বল বিতরণপূর্ব গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে বলেন,এফবিসিসিআই সহ-সভাপতি, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র এর সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপি মহোদয়ের পক্ষ থেকে অত্র এলকায় শীতার্ত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছি এবং পুরো শীতকাল জুড়েই শীতবস্ত্র বিতরণের কাজ চালু রাখবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র এর সদস্য ও এ্যাম্বুলেন্স মালিক সমিতির সম্মানিত সদস্য বিশিষ্ট সমাজসেবক স্বপ্না খন্দকার পুরো করোনাকালীন সময়ে এবং পবিত্র-রমজান ও ঈদের সময়ে খাদ্য উপহার বিতরণ , বস্ত্র বিতরণ, নগদ অর্থ প্রদান, ইফতার বিতরণ ও ঈদসামগ্রী বিতরণ করে একজন নির্মোহ সমাজসেবক হিসেবে ময়মনসিংহবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।