১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে গ্রেফতার চার
১৭, ডিসেম্বর, ২০২১, ১১:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসাবে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মাঝে এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলাম ওরফে ফজলুল হক, মোঃ এমদাদ ও মোঃ সুমন মিয়াকে গ্রেতার করে। এছাড়া এমসআই সুজন চন্দ্র সাহা জিআর মামলায় পরোয়ানাভূক্ত আসামী টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকার মোঃ সজিব ইসলামকে গ্রেফতার করে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।