ময়মনসিংহ অফিসঃ
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম, ময়মনসিংহ কর্তৃক ” জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরো জনবান্ধব করা” শীর্ষক স্মারকলিপি ১৯-১২-২০২১, রবিবার দুপুর ১ ঘটিকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু বরাবর প্রদান করা হয়েছে।
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম,ময়মনসিংহ-এর পক্ষে সংগঠনটির সভাপতি সুমন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ ও দপ্তর সম্পাদক ফারিয়া তাসনিম তিথি মসিক কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন।
এমএএফ সভাপতি ও সাধারণ সম্পাদক ডিআই ময়মনসিংহ রিজিউনাল কর্মকর্তাদ্বয়কে ও মাল্টি-পার্টি এডভোকেসি ফোরামের নেতৃবৃন্দগণকে বিশেষ করে যারা গণস্বাক্ষর সংগ্রহে বিশেষ ভূমিকা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দাবীর যৌক্তিকতা উপলব্ধি করায় মসিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র পক্ষে মসিকের সহকারী সচিব মোঃ জাহাঙ্গীর আলম স্মারকলিপিটি গ্রহণ করেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তৎক্ষনাৎ সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করেন।
উল্লেখ্য জন্মনিবন্ধন প্রক্রিয়াটি জটিল হওয়ায় ফলে সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েন বিধায় মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম,ময়মনসিংহের নেতৃবৃন্দ দাবীর স্বপক্ষে সমাজের বিভিন্ন স্তরের স্টোকহোল্ডারদের স্বাক্ষর সংগ্রহ করেন এবং মসিক মেয়র ইকরামুল হক টিটু’র সাথে আলোচনাসাপক্ষে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপিটি হস্তান্তর করেন।