৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, শেরপুর নালিতাবাড়িতে নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্র অমি’র মরদেহ উদ্ধার
৬, নভেম্বর, ২০১৯, ৪:৪৪ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়িতে নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্র আকিব ইসলাম খাম অমি (১২)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলা শহরের কালিনগর বাইপাস এলাকার আব্দুর রউফ এর ছেলে এবং শাহীন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

পরিবার সূত্রে জানাগেছে, অমি গত ২ নভেম্বর শনিবার বিকেলে তার বাড়ির কাছেই নাজমুল স্মৃতি সরকারি কলেজ মাঠে খেলার সাথীদের সাথে খেলতে যায়। বিকেল চারটার দিকে খেলার মাঠ থেকে বাসায় যাওয়ার কথা বলে চলে আসে সে। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে লাল রঙের প্যান্ট ও গায়ে হলুদ রঙের গেঞ্জি ছিল।

এদিকে নিখোঁজের পরপরই অমি’র সন্ধান চেয়ে নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। থানায় করা হয় সাধারণ ডায়েরি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে অমি’র সন্ধান
চাওয়া হয়।

এর আগে অমি’র বড় ভাই গোলাম রাব্বি খান জেনিথকে ২০১৬ সালের ২৬ মার্চ ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে ক্ষুর দিয়ে মারাত্মক জখম করে একই এলাকার দুই যুবক। পরবর্তীতে ওই ঘটনায় এলাকাবাসীর আয়োজনে অপরাধীদের শাস্তির দাবীতে মানব বন্ধন করা হয়। জেনিথ বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। ক্ষুরাঘাতের ঘটনায় চার্জশীট দাখিলের পর মামলাটি বিচারাধীন রয়েছে।

এদিকে জেনিথের ছোট ভাই অমি নিখোঁজের পর থেকে অভিযুক্ত যুবকদ্বয় গা আত্ম গোপন করেছে। এছাড়াও স্থানীয় এক মুদী দোকানদারও ঘটনার পর থেকেই দোকান বন্ধ রেখে গা ঢাকা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এমতাবস্থায় অমি নিখোঁজের ঘটনায় পূর্ব শত্রুতা হিসেবে আত্মগোপনে ও গা ঢাকা দেওয়াদের যোগসূত্র থাকতে পারে বলেও ধারণা করছে নিহতের পরিবার।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।