স্টাফ রিপোর্টার।।
আগামী ১লা জানুয়ারি ২০২২ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের, বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন (৪র্থ পর্যায়) প্রকল্প।
৬ মাস ব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা ও ৪ মাস ব্যাপী দক্ষতা মান উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা চলবে।
সেই লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর ২০২১ ইং বৃহস্পতিবার বিকাল ৩ টায় ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আবুল বাশারের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সোসাল এসোসিয়েশন ফর ফান্ডামেন্টাল এমপাওয়ারমেন্ট (সেফ) ১৬টি শিক্ষাকেন্দ্রে কেন্দ্রভিত্তিক উপকরণ বিতরণ করা হয়। উপকরণ গ্রহণ করেন স্বস্ব শিক্ষাকেন্দ্রের শিক্ষকগণ।
উপকরণ বিতরণ অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন সোসাল এসোসিয়েশন ফর ফান্ডামেন্টাল এমপাওয়ারমেন্ট (সেফ) এর চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রহিম মিন্টু। পরিচালনা করেন সেফ এর নির্বাহী পরিচালক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর সভাপতি, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী। সেফ এর পরিচালক ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর অতিঃ সম্পাদক স্বাধীন চৌধুরী, সেফ এর পরিচালক ও নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, সেফ এর প্রকল্প পরিচালক শরাফত আলী শান্ত, প্রকল্প সুপারভাইজার সাবিনা ইয়াসমিন রূপা, সুপারভাইজার সানজিদা আক্তার ও সকল শিক্ষাকেন্দ্রের শিক্ষকগণ।
বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন (৪র্থ পর্যায়) প্রকল্পের নির্দেশীকা অনুযায়ী ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে মোট ১৬ টি শিক্ষাকেন্দ্রের ৪০০ শিক্ষার্থীদের উপকরণ (ব্লাকর্বোড, চক, ডাস্টার, হাতল ওয়ালা চেয়ার, ম্যাট/পাটি, বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য জগ, মগ, সাইনবোর্ড, ছাত্রছাত্রী হাজিরা খাতা, সভার মন্তব্য বহি, পরিদর্শন খাতা, তালা চাবি, রাইটিং বোর্ড, ছাত্রছাত্রীর জন্য খাতা, কলম ইত্যাদি) বিতরণ করা হয়। প্রকল্পের নির্দেশীকার বাহিরেও মহামারী করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণসহ ৮০০ মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়।
এছাড়াও ৩ জন সেরা জরিপকারী শিক্ষককে উৎসাহ যোগানোর জন্যে বিশেষ পুরুস্কার বিতরণ করা হয়।