২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ রাজনীতি, সারা বাংলা কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি
৬, নভেম্বর, ২০১৯, ৫:১৯ অপরাহ্ণ -

চীফ রিপোর্টারঃ

কৃষক লীগের নতুন সভাপতি হিসেবে সমীর চন্দ চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি নির্বাচিত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষকলীগের ১০ম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী সাত দিনের মধ্যে নতুন দুই নেতা কমিটি পূর্ণাঙ্গ করবেন বলেও জানান তিনি।

এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত কাউন্সিলররা কৃষক লীগের সভাপতি পদে সদ্য সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা সহ ১৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম প্রস্তাব করেন।

এরপর সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে একজন নির্বাচিত করার জন্য প্রার্থীদের ২০ মিনিটের সময় বেঁধে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ আরো অনেকে।

ছবি, সংগৃহীত