শামীম খান গৌরীপুরঃ
গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের ৪ বারের সাবেক চেয়ারম্যান ফজলুল হক সরকার (৮০) বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল
কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার ২টা ৩০ মিনিটে খুলিয়ারচর গ্রামে তার নিজ বাড়িতে নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে নেজামুল হক সরকার সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাংনামারী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল