চীফ রিপোর্টারঃ
৩০ কোটি ১৬ লক্ষ ৮৭ হাজার টাকা মূল্যের জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর (৩২ নং ওয়ার্ড) হাবিবুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের করেছে দুদক।
আসামি হলেন
হাবিবুর রহমান (পাগলা মিজান) ,কাউন্সিলর, ৩২নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ :
অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহারর্পূবক বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে স্থাবর ও অস্থাবর সর্বমোট ৩০,১৬,৮৭,৩৩১.৩৪ (ত্রিশ কোটি ষোল লক্ষ সাতাশি হাজার তিনশত একত্রিশ) টাকার অবৈধ সম্পদ তার জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণভাবে অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধারা : দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ।