তথ্য প্রতিদিন. কমঃ
ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত হয়েছে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দোকার মোস্তাফিজুর রহমান (এনডিসি)। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ নিবাস চন্দ্র মাঝি বিপিএম।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ ফায়ার সার্ভিসের কার্যক্রম এবং সরঞ্জামাদি পরিদর্শন করেন। এসময় বিভাগীয় কমিশনার অগ্নি নির্বাপণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মহড়া ও প্রদর্শনী আয়োজন করার জন্যে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালককে নির্দেশনা দেন।