❛২০২২ সাল হবে অবকাঠামো উন্নয়নের মাইলফলকের বছর❜
: মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা I
০৭ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন I
──────────────────
আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রী I
প্রধানমন্ত্রী বলেন, ২০২২ সাল হবে অবকাঠামো উন্নয়নের এক মাইলফলকের বছর। তিনি জানান, এবছরের জুন মাসেই পদ্মা সেতুর উদ্বোধন করা হবে I
তিনি বলেন, অনেক ষড়যন্ত্রের জাল আর প্রতিবন্ধকতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করতে যাচ্ছি I
প্রধানমন্ত্রী বলেন, এ বছরের শেষ নাগাদ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি। এ অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। আশা করা যায়, মেট্রো রেল রাজধানী ঢাকার পরিবহন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে I
পদ্মা সেতু দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে জানিয়ে তিনি বলেন, এই সেতু দেশের দক্ষিণাঞ্চলকে সরাসরি রাজধানীসহ অন্য অঞ্চলের সঙ্গে যুক্ত করবে। আশা করা হচ্ছে, এই সেতু জিডিপি-তে ১.২ শতাংশ হারে অবদান রাখবে I
প্রধানমন্ত্রী ভাষণে বলেন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট আগামী বছরের এপ্রিল নাগাদ চালু হবে বলে আশা করা যাচ্ছে I
তিনি বলেন, জনগণের সরকার হিসেবে মানুষের জীবনমান উন্নয়ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলেই আমি মনে করি। গত ১৩ বছরে আমরা আপনাদের জন্য কী কী করেছি, তা আপনারাই মূল্যায়ন করবেন I
তবে আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমরা যেসব ওয়াদা দিয়েছিলাম, আমরা তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি I
টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৩ বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আর্থ-সামাজিক এবং অবকাঠামো খাতে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করেছে I
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় দেশরত্ন শেখ হাসিনা I
───────────────────
#FatherOfTheNationOfBangladesh
#SheikhMujiburRahman
#HPMSheikhHasina
#SheikhHasina
#Sajeebwazed
#AdvocateNasirUddinKhan
#Bangladesh
#BangladeshAwamiLeague