৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর নকলায় দিনব্যাপী হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
৬, নভেম্বর, ২০১৯, ১০:১০ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় উপকারভোগী নারীদের স্বাস্থ্যসেবা জোরদার করার ল্েয দিনব্যাপী হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর ২০১৮-২০১৯ অর্থবছরের আওতায় নকলা পৌরসভার চারশতাধিক উপকারভোগী নারীদের বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসার জন্য বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান’র সভাপতিত্বে হেল্থ ক্যাম্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, ডা: নাজমুস সাকিব, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে নকলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, ল্যাকটেটিং মাদার, স্থানীয় গন্যমান্যব্যাক্তিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।