১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবির অভিযানে দুই হেরোইন ব্যবসায়ী গ্রেফতার
১২, জানুয়ারি, ২০২২, ৯:২১ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে মাসকান্দা পলিটেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম, পুলিশ সুপার হোমাঃ আহমার উজ্জামানের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ডিবির এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে মাসকান্দা পলিটেকনিক্যাল মোড় থেকে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, তারাকান্দার মোঃ বাবুল ও মাসকান্দা গণসারমোড়ের ফজর আলী। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।