১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ধর্ষণ ও প্রতারণা মামলার আসামীসহ গ্রেফতার ৮
১৬, জানুয়ারি, ২০২২, ৯:৫০ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও আদালতের আদেশ পালনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম বাঘমারা এলাকা থেকে ধর্ষন মামলার আসামী শেরপুরের নকলার তাওহীদুল হককে গ্রেফতার করে। এসআই ত্রিদীপ কুমার বীর চরপাড়া এলাকা থেকে প্রতারনা মামলার আসামী কিশোরগঞ্জ সদরের মোঃ জাকারিয়াকে গ্রেফতার করে। এসআই আশিকুল হকের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে সানকিপাড়া এলাকা থেকে যৌতুক মামলার আসামী চর ঈশ্বরদিার ফয়সাল আহমেদ এবং জিআর মামলার পরোয়ানাভূক্ত আরো ৩ আসামীকে গ্রেফতার করে। এর মাঝে একই ব্যক্তির নামে ২টি ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়।