জয়নাল আবেদীন : আগামী ৩১ জানুয়ারি ময়মনসিংহ ফুলপুর ৭নং রহিমগঞ্জ ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী সাবেক চেয়ারম্যান শেখ একরামুল হোসেন পান্না ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছিলেন।
গত রবিবার রাতে ইউনিয়নের দুটি কেন্দ্রে শিমুলতলী ও ধন্তাঘাট কেন্দ্রে নৌকা প্রতীকের আবু সাইদ সরকারের কর্মী সমর্থকগন দুটি কেন্দ্র ভাংচুর ও কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
ঘটনার পরপরই ফুলপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লা আল মামুন পরিদর্শন করেছেন বলে তিনি এর সত্যতা স্বীকার করেছেন ।
এদিকে স্বতন্ত্রপ্রার্থী অভিযোগ আকারে বলেন তার কর্মী সমর্থকগন বিভিন্নভাবে ভয়ভীতির স্বীকার হচ্ছেন। তিনি থানায় অভিযোগ করেছেন বলে আমাদের ঢাকা টাইমস ও তথ্য প্রতিদিনকে জানিয়েছেন ।
নৌকা প্রতীকের প্রার্থী আবু সাইদ সরকার কে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল