১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, সাক্ষাৎকার স্হানীয় সরকার মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
১৮, জানুয়ারি, ২০২২, ১:০৬ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

১৭ জানুয়ারি সোমবার, স্হানীয় সরকার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সাক্ষাৎ করেন স্হানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির সাথে। এ সময় দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ঠ দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভারত সারাদেশের উপজেলা, পৌরসভা পর্যায়ে কিচেন মার্কেটের অবকাঠামো নির্মাণের জন্য আগ্রহ প্রকাশ করেছে। শাক-সবজি, মাছ-মাংসসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয়ে ভারতীয় সরকার প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে আমাদের উন্নয়ন কাজে অংশ নিতে চায়। দেশটি এ বিষয়ে আমাদের কাছে প্রস্তাব দিলে আমরা উদ্যোগ নেবো।

উভয় দেশের মধ্যে যে নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান তা অব্যাহত থাকবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনপূর্বক এই সম্পর্ক নতুন মাত্রা পাবে।