চীফ রিপোর্টারঃ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘জেলে না পাঠিয়ে টাকা আদায় করতেই খেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিলের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। খেলাপিদের জেলে না পাঠিয়ে টাকা আদায় করব।’
বুধবার (৬ নভেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ২৪তম ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, ‘ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ২ শতাংশ ছাড় কোন বিষয় না। ২ শতাংশ শর্ত মেনেই তারা ঐক্যমত পোষণ করেছে যে তারা আমাদের সঙ্গে আছে। তারা এই শর্ত বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসবে। আমরা এক্ষেত্রে একটি কাজ করতে চাচ্ছি সেটা হলো কাউকে জেলে না পাঠিয়ে টাকা আদায় করতে।’
তিনি বলেন, ‘যারা ব্যাংক থেকে টাকা নিয়েছে তাদের সকলকে টাকা দিতে হবে। যেভাবেই হোক এ টাকা আমরা আদায় করবই। এটা রাষ্ট্রের সকল মানুষের টাকা। তবে আমরা সময়টা একটু বাড়িয়ে দিয়েছি।’
অর্থমন্ত্রী বলেন, ‘সময় বাড়ানোয় অনেকই ধারনা করছেন ভালো-মন্দ এক হয়েছে যাচ্ছে। কিন্তু ভালো-মন্দ কখনও এক রকম হবে না। যারা এরপরও ঋণ পুনঃতফসিল করবে না তারা আর ব্যবসা করতে পারবে না। কারণ তাদের ব্যবসা করতে হলে আবার ঋণের প্রয়োজন হবে। আর যারা ভালো তাদেরতো কোনো এক্সট্রা ডিপোজিট বা ঋণ লাগবে না। তবে সকলে যদি আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে সবাই দিতে পারবে।’
ছবি, সংগৃহীত