স্টাফ রিপোর্টারঃ
বিশ্বমানের স্বাস্থ্য সেবা নিয়ে নিজস্ব ভবনে স্বদেশের নতুন করে যাত্রা শুরু। গরিব-অসহায় রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখার আহ্বান জানালেন মেয়র টিটু
ময়মনসিংহের বহুল প্রচলিত বেসরকারী চিকিৎসা সেবা প্রতিষ্ঠান স্বদেশ হাসপাতাল দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বৃহত্তর ময়মনসিংহবাসীকে মানসম্মত সু-চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ময়মনসিংহ নগরীর সারদা ঘোষ রোডস্থ স্বদেশ হাসপাতালের যাত্রা শুরু হয়েছে ২০০৮ সাল থেকে
মঙ্গলবার ১লা ফেব্রুয়ারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাসকান্দায় স্বদেশ হাসপাতালের নিজস্ব ভবনে ডায়াগনোস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র মোঃ ইকরামুল হক টিটু
করোনার ভয়াবহতার কারণে স্বল্প পরিসরে আয়োজকবৃন্দ দ্রুততার সাথে উদ্বোধন অনুষ্ঠানটি শেষ করেন
এর পূর্বে স্বদেশ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ড. আর.আই সরকারের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢামেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ টিটু মিঞা , মমেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, পারমিতা ক্লিনিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ হরিশংকর দাস, প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট সমাজক সেবক মনসুর আলম চন্দন, ডাঃ এইচ.এ গোলন্দাজ তারা প্রমূখ
বক্তারা বলেন ময়মনসিংহে একমাত্র সর্বশেষ প্রযুক্তির সিটি স্ক্যান, এম আর আই সহ সর্বাধুনিক ডায়াগনস্টিক সেন্টার এখন স্বদেশ হাসপাতাল প্রাঃ লিঃ এর পরিচালনায় পরিচালিত হবে । আগামী দুই বছরের মধ্যে এটিকে একটি পূর্নাঙ্গ হাসপাতালে রূপান্তরিত করা হবে
অপরদিকে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র মোঃ ইকরামুল হক টিটু হাসপাতাল পরিচলনা পর্ষদের কাছে আহ্বান করেন যে, বৃহত্তর ময়মনসিংহের গরীব-অসহায় ও দুঃস্থদে বিশেষ ছাড়ে মান সম্মত চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তিনি আরও বলেন এই বিশ্বমানের চিকিৎসা সেবা যদি ঢাকায় না গিয়ে এখানে পাওয়া যায় তাহলে এটি ময়মনসিংহবাসীর জন্য গর্বের বিষয়
শান্ত শিষ্ট নিড়িবিলি মনোরম পরিবেশ আর যানজট মুক্ত স্থানে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠায় রোগীদের জন্য সুফল বয়ে আনবে। পরিষ্কার-পরিচ্ছন্নতায় প্রতিটি কক্ষ গড়ে তোলা হয়েছে নতুন আঙ্গিকে। সততা-বিশ্বস্ততা আর মানসম্মন চিকিৎসা সেবা নিয়ে এক যুগেরও অধিক সময় যে সেবা ময়মনসিংহবাসীকে তারা দিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। পুরাতন প্রতিষ্ঠানের চিকিৎসা সেবা যাতে নতুন প্রতিষ্ঠানেও পাওয়া যায় সেই আশা ব্যক্ত করেছেন ময়মনসিংহবাসী।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল