তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ, দেওয়ান মোহাম্মদ সারওয়ার জাহান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, ময়মনসিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া, উপজেলা পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। জেলা প্রশাসক সকল প্রার্থীদের প্রতি সুষ্ঠ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান। তিনি আরো বলেন, নির্বাচনে কোন প্রকার অস্থিস্তিশীল ঘটনার জন্য দায়ী ব্যক্তির প্রতি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি ধাপে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহের প্রসংশায় মুখরিত সচেতন মহল।