১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ গণমাধ্যম, জাতীয় অসুস্থ-আহত সাংবাদিকদের পাশে থাকবে সরকার – প্রধানমন্ত্রী
৭, নভেম্বর, ২০১৯, ২:৩৫ অপরাহ্ণ -

তথ্য প্রতিদিন ডেস্ক – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের পাশে থাকবে আওয়ামী লীগ সরকার। সরকারি তহবিল থেকে সব ধরণের সাহায্য সহযোগীতা করার চেষ্টা করা হবে।’

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর বাসভবনে অসুস্থ ও আহত সাংবাদিকদের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যারা পত্রিকার মালিক পক্ষ আছেন, তারা যদি অল্প অল্প করে আমাদের কিছু সহযোগিতা করেন, তাহলে তা এক সময় বড় ফান্ডে পরিণত হবে। যা অসুস্থ ও আহত সাংবাদিকদের জন্য ব্যয় করা হবে। যেন আপনার কর্মীদের কষ্টে থাকতে না হয়।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগত ও সরকারিভাবে সব সময় চেষ্টা করে যাবো অসুস্থ ও আহত সাংবাদিকসহ সকল মানুষের সাহায্য সহযোগতীয় পাশে থাকার জন্য।’

মানুষকে সাহায্য করতে যেয়ে নানান প্রশ্নেরও সম্মুখীন হতে হয় প্রধানমন্ত্রীকে। এ ব্যপারে তিনি বলেন, ‘কাউকে যদি সাহায্য সহযোগীতা করি সেটার জন্যও আমার কাছে জবাব চেয়ে চিঠি পাঠানো হয়। জানতে চাওয়া হয় কোন নীতিমালায় অনুযায়ী প্রধানমন্ত্রী অনুদান প্রদান করেন। আমিও চিঠির উত্তরে লিখে দিতে বলছি, বলে দাও প্রধানমন্ত্রীর ইচ্ছানীতি অনুযায়ী অনুদান দেন।’