১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট (ওটিএ & আইসিএ) এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও স্থায়ী কমিটির সদস্য ঘোষণাঃ
৩, ফেব্রুয়ারি, ২০২২, ৫:৪২ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট (ওটিএ & আইসিএ) এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও স্থায়ী কমিটির সদস্য হিসাবে নিযুক্ত হলেন জনপ্রিয় কবি, সাহিত্যিক মেহেদী হাসান সম্রাট, অমিত হাসান সানি এবং সমিরণ মন্ডল।

জনপ্রিয় কবি, সাহিত্যিক মেহেদী হাসান সম্রাট বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট (ওটিএ ও আইসিএ) এসোসিয়েশনের সাবেক কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি সাহিত্য জগতে মেহেদী হাসান দিশারী নামে পরিচিত। আমিত হাসান সানি সংগঠনটির সাবেক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সমিরন মন্ডল সাবেক কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংগঠনিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠা লগ্ন থেকে অসামান্য অবদানের এবং একটি পূর্নাঙ্গ কাঠামোতে এনে দেয়ার জন্য বর্তমান কেন্দ্রীয় কমিটির সমন্বিত সিদ্ধান্তে তাদের আজীবন সদস্য ও স্থায়ী কমিটির সদস্য হিসাবে নিযুক্ত করা হয় এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি শুভ মন্ডল ও সাধারণ সম্পাদক মিনহাজ তাহের টিটু সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।