রাজধানীতে র্যাবের অভিযানে অবৈধ সিগারেটসহ আটক ১
= রাজধানীর চকবাজার থেকে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমান বিদেশী সিগারেটসহ ১ ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) চকবাজারের মোগলটুলী এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১০। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আটককৃত ব্যক্তি বরিশালের মুলাদী এলাকার মোঃ আলমগীর হোসেন সিকদারের ছেলে মোঃ জসিম সিকদার (৪২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১০ সিপিসি-২ এর ভারপ্রপ্ত কোম্পানী কমান্ডার এএসপি আটক আবুল কালাম আজাদ এর নেতৃত্বে রাজধানীর চকবাজারের মোগলটুলী এলাকা থেকে চোরাই পথে আমদানী করা ৪,৬৭৫ প্যাকেট বিদেশী সিগারেটসহ ১ জনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রজু করা হয়েছে।