তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হবে। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৪২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৬ জন প্রার্থী রয়েছেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১ টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৬ ও সাধারণ সদস্য পদে ৪২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা যায়, উপজেলার ১১ টি ইউপিতে মোট ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬শ’ ৮১ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৬০ জন। নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬শ’ ২০ জন ও তৃতীয় লিঙ্গ ১ জন ভোটার রয়েছে। স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১২৩ টি। মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৭৪৮ টি, স্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৭৩৬, অস্থায়ী কক্ষ রয়েছে ১২ টি।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং মাহবুবুল হক জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের মোবাইল টিমের পাশাপাশি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।