১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে গ্রেফতার ৯
৬, ফেব্রুয়ারি, ২০২২, ৯:২৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে প্রতারণা মামলার আসামীসহ ৯ জনকে গ্রেফতার করা হযেছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
এর মাঝে এসআই টিটু সরকারের নেতৃত্বে একটি টীম দাপুনিয়া বাজার থেকে প্রতারণা মামলার আসামী এনামুল হক লিটনকে তার দোকান হতে গ্রেফতার করে। তার কাছ থেকে সার্টিফিকেট, সিপিইউ, মনিটরসহ কম্পিউটার উদ্ধার করে। এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম বলাশপুর-হাক্কানী মোড় গামী রাস্তা থেকে চুরি মামলার আসামী হৃদয় আহম্মেদ ওরফে খাজা ও রায়হান ওরফে পিচ্চিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ম্যানহলের লোহার ঢাকনা উদ্ধার করে পুলিশ। এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম চর ঘাগড়া লম্বরী বাড়ী মোড় থেকে চুরি মামলার আসামী সুজন মিয়া, ইউসুফ আলীকে মাহেন্দ্রযোগে চুরিকৃত ছাগলসহ গ্রেফতার করে। এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ মোড় থেকে চুরি পুরাতন মামলার আসামী রাজিব মিয়াকে গ্রেফতার করে। এছাড়া এএসআই মোজাম্মেল হক জিআর মামলায় পৃথক দুটি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হাসেম ওরফে হাসিমকে গ্রেফতার করে। রবিবার গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এই অভিযান চলমান রয়েছে বলে পুলিশ দাবি করেন।