১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঈশ্বরগঞ্জ, নির্বাচনের মাঠ, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা
৮, ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিজয়ী মেম্বার আবুল বাশারের বাড়িসহ ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নি-সংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে পরাজিত মেম্বার প্রার্থী ফখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের কর্মী সমর্থকরা এ হামলা, লুটপাট এবং অগ্নি-সংযোগ চালায় বলে অভিযোগ ওঠে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন হচ্ছে বাঙালীর উৎসবের আমেজ। জনগণ যাকে ভোট দিবেন তিনিই নির্বাচিত হবেন। অযথা হামলা, ভাংচুর করে জানমালের ক্ষতি না হয় এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। নির্বাচনের ফলাফলের বিষয়ে আপত্তি থাকলে আইনের আশ্রয় গ্রহণ করা যেতে পারে বলে পরামর্শ সচেতন মহলের।