১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঈশ্বরগঞ্জ নবনির্বাচিত ইউপি সদস্যকে টাকার মালা দিয়ে বরণ।
১১, ফেব্রুয়ারি, ২০২২, ৭:০২ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ, (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যকে টাকার মালা দিয়ে বরণ করেছে এলাকার কর্মী সর্মথক।

তিনি হলেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুল ইসলাম পিয়াস (২৬)। তিনি ওই ইউনিয়নের দড়িপাচাশি গ্রামের সফিকুল ইসলামের ছেলে। পিয়াস ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের নির্বাচনে তিনি ৩ জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে মোট ১ হাজার ৭৮৮ ভোটের মধ্যে ৬৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ছবিতে দেখা যায়, স্থানীয় লোকজন তাকে টাকার তৈরি মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। মালাটিতে ১০ টাকা থেকে এক হাজার টাকার বেশ কয়েকটি নোট রয়েছে।

নবনির্বাচিত ইউপি সদস্য আতিকুল ইসলাম পিয়াস বলেন, এই মালা দিয়ে ভোটাররা আনন্দ প্রকাশ করেছেন। শুধু মালা নয়, ধান-দুর্বা দিয়েও বরণ করে নিয়েছেন। নগদ টাকাও পকেটে গুঁজে দিয়েছেন। এই টাকা আমি দান করে দেব। তবে যাদের টাকা দেয়ার সার্মথ্য নেই বা দেইনি তারা কি তার বিপক্ষে ভোট দিয়েছে এমন প্রশ্ন থেকেই যায়। এমন কান্ড গণতন্ত্রের জন্য ভালো কিছু নয় বলে দাবি এলাকাবাসির।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, নির্বাচনের আগের দিন ও পরের দিন হলে আচরণবিধি ভঙ্গের কারণ হতো। এখন সুযোগ নেই। তবে বাহ্যিক দৃষ্টিতে টাকার মালা বানিয়ে বরণ করাটা ঠিক হয়নি।