১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা।।
১৩, ফেব্রুয়ারি, ২০২২, ৭:১৫ অপরাহ্ণ - প্রতিনিধি:
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জেলখানার ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য মোঃ ইউছুফ ও মোঃ নাসির নামক দুইজনকে ৫০,০০০ টাকা করে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ই ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার সিটি করপোরেশন জেলখানার ঘাট এলাকা-সংলগ্ন ব্রহ্মপুত্রের পাড়ে অভিযান চালিয়ে এ সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
এ সময় বালু খননরত অবস্থায় খননযন্ত্রটি জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ আছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সাইফুল ইসলাম  অভিযান এই পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করায় ব্যবসায়ীদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পঞ্চাশ হাজার টাকা করে দুজনকে ১ লাখ টাকা জরিমানা করেন তিনি। এসময়
 এবং এক লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়েছে  যা পরবর্তীতে স্পট নিলামে বিক্রি করা হবে।
তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
ইউএনও সাইফুল ইসলাম  বলেন, গোপন সংবাদমাধ্যম  জানতে পাই জেলগেট এলাকায় ব্রহ্মপুত্র নদে খননযন্ত্র (ড্রেজার মেশিন) বসিয়ে বালু উত্তোলন করছে।
তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে খননযন্ত্রটি জব্দ করা হয়। তবে ড্রেজারের মালিক না থাকায় তাতে থাকা সহযোগীকে আটকের চেষ্টা করলে সে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ভাঙনকবলিত প্রত্যন্ত অঞ্চল সদর উপজেলার বালুমহল না থাকলেও অবৈধভাবে এ চক্রটি বেশ কিছু দিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল এমন অভিযোগ রয়েছে। তিনি জানান- এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে,অভিযানকে সহযোগিতা করতে উপজেলার সর্বস্তরের ব্যক্তিবর্গের প্রতি আহবান জানান ইউএনও সাইফুল ইসলাম।