চীফ রিপোর্টার – নতুন সড়ক আইন বাস্তবায়নে আরও সাত দিন সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নতুন আইন কার্যকর নিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
সভায় ওবায়দুল কাদের জানান, শুরুতে এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল সচেতনতা সৃষ্টির জন্য। এবার আরও এক সপ্তাহ সময় একই কারণে বাড়ানো হলো। এরপর থেকে কঠোরভাবে আইন বাস্তবায়নে কাজ করা হবে।
এছাড়া আইনের বিধি প্রণয়নের কাজ শেষ পর্যায়ে বলেও জানান ওবায়দুল কাদের।
ছবি, সংগৃহীত