সেলিম মিয়াঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সাত হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আবিদ (৩৮)।
ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর ১০ নং গোলচত্বর এলাকায় এক মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে বলে সংবাদ পায় কাউন্টার টেরোরিজম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর’১৯ তারিখ ২০.২৫টায় মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের ১ নং গেইটের পাশে চায়ের দোকানের সামনে অভিযান চালায় তারা। অভিযানকালে মাদক ব্যবসায়ী আবিদকে ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবিদ জানায়, চট্টগ্রাম এলাকা থেকে সে নিজে অথবা অন্যকোন লোকের মাধ্যমে ইয়াবা ঢাকায় আনে। ইয়াবা ট্যাবলেট ঢাকা আনার পর সে খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদকসেবী ও ব্যবসায়ীর কাছে বিক্রি করে থাকে।
এ সংক্রান্তে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে। বুধবার (৬ নভেম্বর ২০১৯) আবিদকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিএমপি নিউজকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রউফ।