তথ্যপ্রতিদিন. কমঃ
“ট্রাফিক আইন ভাঙবো না, জরিমানা দিবো না” আইন মেনে চলাবো গাড়ী,নিরাপদে ফিরবো বাড়ী” এই স্লোগান বাস্তবায়নে ৭ই নভেম্বর ২০১৯ খ্রি. বৃহস্পতিবার, ময়মনসিংহ পাট গুদাম ট্রাফিক মোড়ে “সড়ক পরিবহন আইন -২০১৮”(কার্যকর ১ নভেম্বর -২০১৯) বিষয়ক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়। সকাল ১০টায় উক্ত কার্যক্রমের উদ্ভোধন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে-রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ জনাব নিবাস চন্দ্র মাঝি বিপিএম সকল পথচারী ও চালকদের প্রতি ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান এবং সকলের মাঝে সড়ক পরিবহন আইন -২০১৮ সম্পর্কে জনসচেতনতা মোলক লিফলেট বিতরণ ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাপ্ত পুলিশ সুপার ময়মনসিংহ মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), রেঞ্জ ও জেলা পুলিশের পুলিশের উর্ধ্বতন কর্মকতা ও অন্যান্য অতিথি গণ উপস্থিত ছিলেন।