ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৭০% জনগণকে করোনা প্রতিরোধে টিকা প্রদান সম্পন্ন হয়েছে। সাফল্যের সাথে টিকা আমদানি ও প্রদানর কারণে সারা দেশের ন্যায় ঈশ্বরগঞ্জে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশা সবত্র।
ঈশ্বরগঞ্জ উপজেলার ৭০% জনগনকে করোনা প্রতিরোধে টিকা প্রদান করা উপলক্ষে উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্তৃক উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ হাফিজা জেসমিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ আব্দুস সত্তার সাবেক কমান্ডার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরিদ, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নুরুল হুদা, প্রেসক্লাবের সভাপতি নীল কন্ঠ আইচ মজুমদার ও পৌরসভার কাউন্সিলবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, গবেষক, বাংলা একাডেমির ও ভারতীয় সাহিত্য পরিষদের সদস্য নাজমা মমতাজ।
অনুষ্ঠানে বক্তারা উপজেলার ৭০% জনগণকে করোনা প্রতিরোধে টিকা প্রদান করা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী হিরামতি, ক্ষুদে শিল্পী অরিত্রি মোদকসহ অন্যান্য শিল্পীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।