১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে র‌্যাবের অভিযানে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার ॥ পিকআপ গাড়ী জব্দ
২৮, ফেব্রুয়ারি, ২০২২, ৮:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী রাতে তারাকান্দা উপজেলার পংদারিকেল হাজীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ কেজি গাঁজা এবং একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়।
জানা যায়, সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পংদারিকেল হাজীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিলন মিয়াকে গ্রেফতার করে। সে নরসিংদী জেলার পাঁচদোনার মোঃ হাশেম আলীর ছেলে। তার হেফাজত হতে ১২ প্যাকেট পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো ২৪ গাঁজা। যাহার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা, একটি পিকআপ গাড়ী যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো ন-১৮-৯২৬৬, একটি স্মার্ট মোবাইল সেট, এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা হতে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে ময়মনসিংহের তারাকান্দা থানায় নিয়মিত মামলা রুজু করে।