৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ ডিবি’র পৃথক অভিযানে আন্ত: জেলা ডাকাত, ছিনকাইকারী, মোবাইল চোরসহ ৭ জন গ্রেফতার।
৭, নভেম্বর, ২০১৯, ৫:০৭ অপরাহ্ণ -

জয়নাল আবেদিনঃ

পুলিশ পরিদর্শক জেলা গোয়েন্দা শাখার ওসি ডিবির পরামর্শে এসআই আনোয়ার এর নেতৃত্বে বৃহস্পতিবার রাত ১২ টা ৪০ মি: কেওয়াটখালী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬টি দেশীয় তৈরী অস্ত্রসহ আন্ত:জেলা ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় ৬ সদস্য কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা যথাক্রমে ১। আজগর আলী ২। মো: বাপ্পী আলী ৩। মহিবুল হোসেন মিঠু ৪। মো: শান্ত মিয়া ৫। মো: পেরিস ( ডায়মন্ড) ৬। মো: রাজু সোহেল বলে জানা যায়।


অপরদিকে এসআই পরিমল চন্দ্র সরকার সকাল সাড়ে আটটায় আর কে মিশন রোড থেকে আন্ত:জেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য কায়সার রিজভী খান কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।