বিনোদন তথ্যপ্রতিদিন
ঢাকাই ছবির জনপ্রিয় তারকা মৌসুমির কোনো ফেসবুক আইডি নেই বলে জানিয়েছেন নায়ক ওমর সানী। তারকাদের ফেসবুক আইডি নিয়ে প্রায়ই প্রতারণার শিকার হন ভক্তরা।
প্রিয় তারকার অসংখ্য ছবি থাকা ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পেয়ে সেই আইডিতে যোগাযোগ করেন তারা। একসময় প্রতারণার শিকার হন।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রায়ই এ ধরনের সংবাদ প্রকাশিত হতে দেখা যায়। তাই এবার ভক্তদের সতর্ক করলেন তারকা অভিনেতা ওমর সানী। জানালেন, স্ত্রী মৌসুমীর কোনো ফেসবুক আইডি নেই।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ওমর সানী। প্রতিদিনের জীবনযাত্রার বিভিন্ন ছবি তিনি শেয়ার করছেন ফেসবুকে।
সম্প্রতি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সানী। সেখানে তিনি লেখেন দুটি আইডি বাদে তার নামে থাকা অন্যসব পেজ, আইডি নকল।
ওইসব আইডি থেকে ধর্ম, রাজনীতি ও দেশ নিয়ে আপত্তিকর কিছু পোস্ট করলে কিংবা অনৈতিক লেনদেন, কাজ করলে তিনি দায়ী থাকবেন না। ফেসবুকে মৌসুমীর কোনো আইডি না থাকার কথাও উল্লেখ করেন তিনি।