১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জের গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা কারাগারে ; লুণ্ঠিত মালামাল ফেরত চায় মিজান।
১, মার্চ, ২০২২, ৭:৪৩ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন স্পার্ক ভিশন লিঃ এর আয়রন ফ্যাক্টরিতে নাইটগার্ড কে বেঁধে ডাকাতির ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার মামলা নং ১৭, তারিখ ২১-০২-২০২২ দায়ের করা হয়। গত ২৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ অভিযান পরিচালনা করে টংগী ষ্টেশন রোড থেকে ৭/৮ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়। ডাকাতদের স্বীকারোক্তি ও দেখানো মতে গাজীপুর পুবাইল থানার মাজুখান এলাকা হতে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো

মোঃ হানিফ মিয়া (৩০), মোঃ সাদ্দাম হোসেন (২২), মোঃ মাসুদ মিয়া (৩০), মোঃ নূর ইসলাম গাজী নূরা (৩০), মোঃ মোখলেস (২৮)।

এদিকে গত ২২/১/২০২২ এই ডাকাত সদস্যরা সাদা লেগোনা গাড়ি নিয়ে স্পার্ক ভিশনের পাশেই ১নং শিমরাইল মোড়ে রাতের বেলায় মিজান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তালা ভেঙে প্রায় ২ লক্ষ ২৩ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। মালামালের মধ্যে গাছড্রিল মেশিন ১টি, হেমারড্রিল মেশিন ১টি, ওয়েলডিং মেশিন ৩টি, গ্র্যান্ডিং মেশিন, ওজন মাপার স্কেল ১টি, ৬টি স্টীলের দরজা, বারান্দার গ্রিল ৫টি, অন্যান্য খুচরা যন্ত্রাংশ রয়েছে।

দোকানের মালিক মিজান জানায়, শিমরাইল ১নং নম্বর মোড়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে পূর্ব পাশে ঘর ভাড়া নিয়া ওয়ার্কসপের ব্যবসা করি।২২ জানুয়ারী ২০২২ তারিখ (শনিবার) দিবাগত সন্ধ্যা অনুমান ৭.০০ টায় ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বাড়িতে চলে যাই। রাতের বেলায় ডাকাত দল দোকানের তালা ভেঙে মালামাল চুরি করে নিয়ে যায়। ডাকাতির খবরে প্রকাশিত সদস্যরা সেদিন সাদা লেগোনা নিয়ে আশেপাশে ঘোড়াফেরা করেছিল। আমি দেনায় জর্জরিত হয়ে গেছি। আমার মালামাল উদ্ধার করে ফেরত দেয়া হোক। ঈশ্বরগঞ্জ থানায় জিডির আবেদন করলে তারা আমার আবেদন রেখেছিল।

এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ অফিসার ইনচার্জ বলেন, আমি ছুটিতে আছি। বিষয়টি খোজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।