১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ শিশুকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
২, মার্চ, ২০২২, ৭:১৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হাদিস মিয়া (৩৫) নামে যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

গ্রেফতারকৃত মো. হাদিস মিয়া জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বগাপুতা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত সোমবার দ্বিবাগত মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-১৪’র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গত ১৪ ফেব্রুয়ারী ওই শিশু নিজ বাড়ির রান্না ঘরে খেলাধুলা করছিল। এ সময় হাদিস মিয়া শিশুকে বাড়িতে একা থাকার সুযোগে হাদিস মিয়া জোরপুর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই শিশুর বাবা মা বাড়িতে ফিরে আসলে বিষয়টি খোলে বলে।

এ ঘটনা পর ওই শিশুর মা গত ১৫ ফেব্রুয়ারী ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত হাদিস মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার স্বীকার করে। তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।