১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে দুর্নীতির অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন।
৬, মার্চ, ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (৫মার্চ) দুপুরে উচাখিলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে তার অপসারণ দাবি করা হয়।

জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান প্রায় ৮ বছর যাবত উচা‌খিলা ইউনিয়ন ভূমি অফিসে এবং অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব রা‌জিবপুর ইউ‌নিয়‌নে কর্মরত আছেন। তার এই দীর্ঘ সময় একই স্থানে কাজ করার সুযোগে স্থানীয় কিছু দালালের সাথে সক্ষতা তৈরি করে দূর্নীতি করে আসছে।

অপর‌দি‌কে ২ মার্চ এ‌ন্টিকরাপশান (দুদক) সজেকা, ময়মনসিংহের সহকারী পরিচালক বুলু মিয়ার নেতৃত্ব এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার করা হয়। অভিযুক্ত কর্তৃক নামজারির বিষয়ে ঘুষ দাবি এবং ঘুষ না পেয়ে নামঞ্জুরের প্রতিবেদন প্রদানের অভিযোগ প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।