১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে ২ শিশুকে জবাই করে হত‍্যা, গ্রেপ্তার ১
৭, মার্চ, ২০২২, ৬:৫৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২ শিশুকে জবাই করে হত‍্যা করেছে এক মামা। এ ঘটনায় স্থানীয়রা খুনি মামাকে (২১) আটক করে পুলিশে সোপর্দ করেছে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় অপর এক শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। লোমহর্ষক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সোমবার (৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে। নিহত শিশুরা হলেন- সায়মা (৫) ও তৃপ্তি (৪)। তারা সম্পর্কে খালাতো বোন। প্রায় ৭/৮ দিন আগে তারা নানার বাড়ী বেড়াতে এসেছিল। এর মধ‍্যে শিশু সায়মা নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির কন‍্যা। অপরদিকে শিশু তৃপ্তি নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম ও হালিমা খাতুন দম্পতির কন‍্যা।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। হত্যাকারীকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।