১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা হানিফ পরিবহনের বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার: গ্রেফতার ২
৭, মার্চ, ২০২২, ৯:৫৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুমন মিয়া ও মোঃ রফিকুল ইসলাম।

রবিবার (৬ মার্চ ২০২২) দুপুর ২:৩০ টায় যাত্রাবাড়ী থানার গোলাপবাগ বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম ডিএমপি নিউজকে জানান, মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য পাওয়া যায় যে কক্সবাজার থেকে হানিফ পরিবহনের একটি বাসে করে ঢাকায় ইয়াবা আসছে। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ বিশ্বরোডের রায়মা কনফেকশনারির সামনে সঙ্গীয় ফোর্সসহ অবস্থান নেওয়া হয়। দুপুর আড়াইটায় হানিফ পরিবহনের একটি বাস (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ব–১৫-২৩৬৫) এসে পৌঁছলে সুমন ও রফিকুল নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজত থেকে ৬ হাজার পিস ও গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় আরও ৪ হাজার পিস ইয়াবা। এ ঘটনায় হানিফ পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

যাত্রাবাড়ী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর টেবিল ১০ (গ) ধারায় মামলা হয়েছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম এর সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।