১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ডাক্তার নিহত
৭, মার্চ, ২০২২, ১০:০২ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডা.আব্দুর রশিদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার পৌর সভার দত্তপাড়া এলাকার অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুর রশিদ (৭০) সোমবার বিকেলে মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে চরহোসেনপুর মার্কাজ মসজিদে নামাজের উদ্দেশ্য মোটরসাইকেলযোগে রওয়ানা হলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চরহোসেনপুর এলাকায় কিশোরগঞ্জগামী একটি ড্রামট্রাক এসে ধাক্কা দেয়। এতে ডা. আব্দুর রশিদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটকে করে থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে।