১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীতে ৩২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা উত্তরা বিভাগ, মিনি ট্রাক জব্দ
৮, মার্চ, ২০২২, ৬:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ লিটন ও আবু তাহের। এসময় তাদের হেফাজত হতে ৩২ কেজি গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধারমূলে জব্দ করা হয়।

গত ০৭ মার্চ ২০২২ (সোমবার) তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

এ সংক্রান্তে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে বলেন, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী একটি মিনি ট্রাক নিয়ে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করে ঐ দিনই বিকাল ০৩:৫০ টায় বিশেষ অভিযান পরিচালনা করে মিনি ট্রাক থেকে লিটন ও তাহেরকে গ্রেফতার করা হয়। এসময় মিনি ট্রাকটি তল্লাশী করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

অভিযানটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আর জাহান এর সার্বিক তত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এর নেতৃত্বে পরিচালিত হয়।