১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবসের কর্মসূচি পালিত।।
৮, মার্চ, ২০২২, ১০:১২ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবসের কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভায় ভ্যাচুয়ালী অংশ নেন সংসদ সদস্য ফখরুল ইমাম, বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির, উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব আহবায়ক আবুল কালাম আজাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মায়া রানী সরকার, তথ্যসেবা কর্মকর্তা শাহানাজ পারভিন, পল্লী সমাজের সভাপ্রধান লাইলি আক্তার প্রমুখ।

এছাড়াও পল্লীসমাজের সদস্য, জয়িতা, নাট্যকর্মী, সারভাইবারস কর্মী ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে মামবন্ধন এবং ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।